Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় পশ্চিম সহদেবপুর ইউনিয়নে টিসিবির পণ্য বিতরণ
টিসিবির

কচুয়ায় পশ্চিম সহদেবপুর ইউনিয়নে টিসিবির পণ্য বিতরণ

চাঁদপুরের কচুয়ায় টিসিবির পন্য বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়নের নন্দনপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে ওই ইউনিয়নের ৭,৮ ও ৯নং ওয়ার্ডের ৯৭৮ কার্ডধারী পরিবারের মাঝে ইউপি চেয়ারম্যান মো. আলমগীর হোসেন ও ট্যাগ অফিসারের উপস্থিতিতে টিসিবির এসব পণ্য বিতরণ করা হয়।

টিসিবির পণ্যগুলোর মধ্যে রয়েছে ২লিটার সয়াবিন তৈল, ২ কেজি মসুর ডাল এবং এক কেজি চিনি। এসময় ইউপি সদস্য আলাউদ্দিন হোসেন,মনির হোসেন পাটওয়ারী,আবুল কালাম আরো অনেকে উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৬ এপ্রিল ২০২৩