চাঁদপুরে জানুয়ারি- ফেব্রুয়ারি-মার্চ এ তিন মাসে চাঁদপুর সদর,হাইমচর,মতলব উত্তর ও দক্ষিণ,ফরিদগঞ্জ,হাজীগঞ্জ, কচুয়া ও শাহারাস্তিতে ২৫৩ টি অগ্নিকান্ড ঘটে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় ৯০ লাখ টাকা এবং উদ্ধার করা হয়েছে ৪ কোটি টাকার মালামাল ও বিবিধ সম্পদ।
৩০ মার্চ চাঁদপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স উত্তর স্টেশন এ তথ্য জানিয়েছে।
প্রাপ্ত তথ্যে মতে, চাঁদপুর জেলা সব ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন কর্তৃক এ অগ্নিকান্ডের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও উদ্ধার তৎপরতা পরিচালনা করে।
চাঁদপুর জেলার অন্যতম ব্যবসা-বাণিজ্য ও উন্নত যোগাযোগের উপজেলা হাজীগঞ্জে জানুয়ারি,ফেব্রুয়ারি ও মার্চ এ তিনমাসে ৩৪টি অগ্নিকান্ড ঘটে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ২৭ লাখ টাকা এবং হাজীগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন কর্তৃক উদ্ধার করা হয়েছে ৬৪ লাখ টাকার নানা সম্পদ। এ ছাড়াও চাঁদপুরে তিন মাসে সড়ক দুর্ঘটনা ঘটে ১৮টি। এতে নিহত হয়েছে ৬ জন এবং আহত হয় বেশ কয়েক জন নৌ-দুর্ঘটনা ঘটে ১ টি।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন, চাঁদপুর উত্তরের এর উপ-সহকারী পরিচালক শাহিদুল ইসলাম চাঁদপুর টাইমসকে বলেন,‘ ফায়ার স্টেশনে অগ্নিকান্ডের সংবাদ পাওয়ার ৩০ সেকেন্ডের মধ্যেই আমাদের স্টেশন থেকে বের হয়ে ব্রিগেডসহ গাড়িটি গন্তব্যের দিকে ছুটতে থাকে । সড়কের প্রতিবন্ধকতা এড়ানোর জন্যে সাইরেন বাজানো হয়্। এ ক্ষেত্রে গাড়িতে বসেই আমরা ঘটনাস্থলের বিষয়টি নিশ্চিত হই। এর পর ঘটনাস্থলে পৌঁছে অবস্থা বুঝে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হয়।’
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন,‘অগ্নিকান্ড নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিক ধারণা ও আমাদের দৃষ্টিকোণ থেকে বিচার-বিশ্লেষণ করে তা করা হয়। ক্ষতিগ্রস্ত স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সাথেও কথা বলে অগ্নিকান্ডের সুত্রপাত নির্ণয় ও পরিমাপ ঠিক করা হয়। ’
তিনি আরও বলেন,‘বহুতল ভবনগুলোর বিল্ডিং কোড আমাদের দেখার বিষয় নয় ; আমরা দেখি ভবনে অগ্নিনির্বাপক ছাড়পত্র আছে কি না। চাঁদপুর ও হাজীগঞ্জের ভেতর আমাদের তালিকা মতে ৭ তলা ভীতের অধিক ১৪টি বহুতল ভবন রয়েছে। ’
চাঁদপুর উত্তরের উপ-সহকারী পরিচালক শাহিদুল ইসলাম বলেন,‘ জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে চাঁদপুর জেলার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনগুলো নিয়মিত মহড়া,গণসংযোগ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিয়ে থাকে।’
আবদুল গনি
এপ্রিল ৫, ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur