ফ্রান্স শাখার জাতীয় পার্টির সদস্য সচিব ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য, আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ (কচুয়া) আসনে মনোনয়ন প্রত্যাশী হাবিব খান ইসমাইলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দোজানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে উপজেলা জাতীয় পার্টি নেতাকর্মীদের সম্মানে,জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসাইন মুহাম্মদ এরশাদের স্মরনে ও বর্তমান চেয়ারম্যান জিএম কাদের এর সুস্থ্যতা কামনায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জেলা জাতীয় পার্টির সহ-সাধারণ সম্পাদক রুহুল আমিন চৌধুরীর সভাপতিত্বে ও তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান খানের পরিচালনায় এসময় কেন্দ্রীয় জাতীয় পার্টির নেতা মো. বাবুল খান,কচুয়া উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব জয়নাল আবেদীন, সাবেক সাংগঠনিক সম্পাদক হানিফ মিয়াজী, উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি রুহুল আমিন, পৌর জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক কবির হোসেন সেলিম, ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সমাজসেবক আব্দুল হাই তালুকদার, সগীর হোসেন, শফিউল্লাহ তালুকদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১ এপ্রিল ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur