Home / সারাদেশ / কুমিল্লা বুড়িচংয়ে ২ চোরাকারবারি আটক, সহস্রাধিক ভারতীয় শাড়ি জব্দ
আটক

কুমিল্লা বুড়িচংয়ে ২ চোরাকারবারি আটক, সহস্রাধিক ভারতীয় শাড়ি জব্দ

কুমিল্লার বুড়িচং উপজেলায় অভিযান চালিয়ে ২ জন চোরাচালানকারীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে এক হাজার ৫৩ পিস ভারতীয় শাড়ি এবং এসময় চোরাচালানের কাজে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়।

শুক্রবার (৩১ মার্চ) উপজেলার যদুপুর এলাকার বাকশিমুল পশ্চিম পাড়া বাতান বাড়ির রাস্তা থেকে তাদেরকে আটক করা হয়।

তাদের কাছ থেকে জব্দকৃত ভারতীয় শাড়ির মূল্য ১৫ লাখ ৭৯ হাজার ৫ শত টাকা। আটককৃতরা হলেন, মোহাম্মদ রাসেল (২৩) ও শাহ অনিক ওরফে আবুল (৪০)।

জেলা গোয়েন্দা শাখার এসআই মোঃ মামুনুর রশিদ অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করি। এসময় চোরাচালানের কাজে ব্যবহৃত পিকআপটি তল্লাশী করে পিছনের বডিতে ৩৩টি গাইড থেকে সর্বমোট ১ হাজার ৫৩ পিস বিভিন্ন রংয়ের ও বিভিন্ন ধরনের ভারতীয় তৈরী শাড়ি জব্দ করি।

তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে বুড়িচং থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল, ৩১ মার্চ ২০২৩