ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) ভোরে সোনারগাঁয়ের মোগরাপাড়া এলাকায় দুটি গাড়ি বিকল হয়ে যাওয়ায় এ যানজট। সকাল থেকে মহাসড়কের মদনপুর থেকে মেঘনাঘাট হয়ে দাউদকান্দি পযর্ন্ত ঢাকামুখী লেনে ১৮ কিলোমিটার এলাকা জুড়ে যানজট রয়েছে।
কাঁচপুর হাইওয়ে পুলিশের পরিদর্শক (টিআই) মোহাম্মদ ইব্রাহীম বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া এলাকায় বৃহস্পতিবার ভোরে দুটি গাড়ি বিকল হয়ে যাওয়ায় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। সকালে রেকার দিয়ে গাড়ি দুটি মহাসড়ক থেকে সড়িয়ে নিলে যান চলাচল একটু স্বাভাবিক হয়। মহাসড়কে গতকাল থেকে গাড়ির চাপ বেশি রয়েছে।’
সরেজমিনে সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া, মেঘনা টোলপ্লাজা, টিপুরদী, দরিকান্দি, মদনপুর এলাকায় গিয়ে দেখা যায়, মহাসড়কে সারি সারি গাড়ি। থেমে থেমে চলছে এসব যানবাহন। দীর্ঘ সময় ধরে জ্যামের কারণে দুর্ভোগে পড়েছেন চালক-যাত্রী।
ট্রাকচালক মাহাবুব মিয়া বলেন, ‘চট্টগ্রাম থেকে রাজশাহীর উদ্দ্যেশে রাতে ছেড়ে এসেছি। সকাল ৭ টায় দাউদকান্দি এলাকায় যানজটে পড়ি। তিন ঘণ্টায় মোগরাপাড়া এসেছি।’
বাসযাত্রী আবু হানিফ বলেন, ‘কুমিল্লা থেকে সকাল ৭ টায় বের হয়েছি। ঢাকা যাব অফিসের কাজে। এখন ১১টা বাজে সোনারগাঁ আসছি।’
চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ইউনিক বাসের চালক শাহিন আলম বলেন, ‘শহিদনগর থেকে যানজটে আছি। ধীরগতিতে গাড়ি চলছে।’
টাইমস ডেস্ক/ ৩০ মার্চ ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur