কচুয়ায় ফেসবুকে ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকিতে স্কুল ছাত্রী সুমনা আক্তার শাহনাজের আত্মহত্যার প্ররোচনার ঘটনায় গ্রেফতারকৃত প্রধান আসামি ফুয়াদ হাসান রিফাতসহ দোষীদের বিচার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। বুধবার দুপুরে কচুয়া পৌর বাজারে থানা রোড ও করইশ গ্রামে মানববন্ধন কর্মসূচি পালন করেন এলাকাবাসী ও শিক্ষার্থীরা।
মানববন্ধনে সাবেক কাউন্সিলর শরীফ আহমেদ মিঞা,স্থানীয় অধিবাসী নুরে আলম,আব্দুল মমিনসহ এলাকাবাসী বলেন, কড়ইয়া গ্রামের শহীদ মুন্সির ছেলে ফুয়াদ হাসান রিফাত বিভিন্ন সময়ে মোবাইলে ছবি ও ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়ায় স্কুলছাত্রী সুমনা আক্তার শাহনাজ আত্মহত্যা করে।
নিহতের বাবা সুমন হোসেন বলেন, আমার মেয়ের আত্মহত্যা প্ররোচনাকারী প্রধান আসামী সম্প্রতি গ্রেফতার হয়। আমি গ্রেফতারকৃত ফুয়াদসহ অন্য আসামীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি করছি।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৯ মার্চ ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur