চাঁদপুরের হাজীগঞ্জ-রামগঞ্জ সেতুর নিচে ডাকাতিয়া নদীতে বালু তোলার ড্রেজার মেশিন (খনন যন্ত্র) ডুবে ঘুমন্ত অবস্থায় এক কিশোরের মৃত্যু হয়েছে।
২৬ মার্চ রোববার ভোরে ড্রেজারটি টেনে নদীর পাড়ে তুলে ভেকু মেশিনের সাহায্যে ভেতর থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
নিহত কিশোরের নাম জিহাদ হোসেন (১৭)। সে লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চরফলকন গ্রামের আবু সাঈদের ছেলে।
হাজীগঞ্জের মেসার্স নির্মাণ ট্রেডার্সের কর্মচারী মো. হাবিব বলেন, রাতে ড্রেজারে পানি ঢুকে নদীতে ডুবে যায়। ওই সময় জিহাদ ঘুমন্ত অবস্থায় ছিল। ভোরে তার বাবা আবু সাঈদ কল দিয়ে তাকে পায়নি। সকালে ঘটনাস্থলে এলে ডুবন্ত অবস্থায় ড্রেজারটি দেখতে পায়। কয়েকজন শ্রমিক মিলে ড্রেজারটি নদীর পাড়ে নিয়ে আসে। পরে ভেতর থেকে জিহাদের মরদেহ উদ্ধার করে।
হাবিব আরও বলেন, জিহাদ তার মামা কামরুল ইসলামের সঙ্গে গত কয়েক দিন আগে মেসার্স নির্মাণ ট্রেডার্সে শ্রমিকের কাজে যোগ দেয়। ওই প্রতিষ্ঠানের মালিক মিলন চৌধুরী।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবায়ের সৈয়দ বলেন, জিহাদের বাবা মরদেহ নিয়ে গেছেন। মৃত্যুর বিষয়ে তাঁর পরিবার থেকে কোনো অভিযোগ নেই।
স্টাফ করেসপন্ডেট, ২৬ মার্চ ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur