চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক। আপডেট: ০৪:০৮ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৫, শুক্রবার
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে নোবেল শান্তি পুরস্কার দেয়া ভুল ছিল বলে মনে করছেন নোবেল কমিটির সদ্য সাবেক এক কর্মকর্তা। ২০০৯ সালে মার্কিন প্রেসিডেন্টকে এ শান্তি পুরস্কার দেয়ার জন্য অনুশোচনা করেছেন তিনি।
গায়ের লানডেস্টেড নামে ওই সাবেক কর্মকর্তা তার আত্মজীবনীতে লিখেছেন, কমিটি ভেবেছিল এই পুরস্কার ওবামাকে আরো উজ্জীবিত করবে।
অবশ্য এই পুরস্কার পাওয়া নিয়ে খোদ যুক্তরাষ্ট্রেই অনেক সমালোচনা হয়েছিল। ওবামা নিজেও বলেছিলেন, তিনি এ পুরস্কার প্রাপ্তিতে অবাক হয়েছেন।
লানডেস্টেড আত্মজীবনীতে লিখেছেন, তার সর্মথকেরাও ভেবেছিল এটা হয়ত কোনো ভুল হচ্ছে। মার্কিন প্রেসিডেন্টদের সাধারণত নরওয়ের রাজধানী অসলোতে গিয়ে পুরস্কার নেয়ার রেওয়াজ নেই। কিন্তু হোয়াইট হাউজ খুব দ্রুত বুঝতে পারলো তাদের অসলো যাওয়ার প্রয়োজন রয়েছে।
তিনি বলেছেন, বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করার ক্ষেত্রে ওবামা অবদান রাখবেন এই আশা পূরণে তিনি ব্যর্থ হয়েছেন।
লানডেস্টেড শান্তি কমিটির একজন প্রভাবশালী সদস্য হিসেবে ১৯৯০ থেকে ২০১৫ সাল পর্যন্ত কাজ করেছেন।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur