চাঁদপুর সদর উপজেলার হরিনা নৌ ফাড়ির অভিযানে ৩ জেলেসহ বিপুল পরিমাণ জাল আটক করা হয়েছে। গত ২৪ ঘন্টায় হরিনা নৌ সীমানায় অভিযান চালিয়ে রশিদ খা (৪৫),মাফু মাঝি (৬০),নাছির বেপারী (৪৮) সহ প্রায় ৩ লক্ষ ৬০ হাজার ২০০ মিটার জাল আটক করা হয়। পরে তাদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে জেলে প্রেরন করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার।
এসময় উপস্থিত ছিলেন হরিনা নৌ ফাড়ির ইনচার্জ মিজানুর রহমান। তিনি জানান,আমরা সতর্ক অবস্থানে রয়েছি যাতে জেলেরা নদীতে নামতে না পারে।
প্রতিবেদক: কবির হোসেন মিজি, ২১ মার্চ ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur