Home / চাঁদপুর / বিএমজিটিএ’র বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন
bmta

বিএমজিটিএ’র বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন

বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন (বিএমজিটিএ) চাঁদপুর জেলা শাখার উদ্যোগে ১৮ মার্চ বিকেল ৪ টায় মরহুম আবদুল করীম পাটওয়ারী রোড়ে কেন্দ্রিয় কর্মসূচির আলোকে দেশের বিরাজমান শিক্ষক আন্দোলনের সাথে একমত প্রকাশ করে সভা,বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন এবং বিভিন্ন দাবি আদায়ের চলমান শিক্ষক আন্দোলনে সম্পৃক্ত হতে এক জরুরি অনুষ্ঠিত হয় ।

জেলার সংগঠনের সভাপতি মো.ওয়ালিদ হোসেন খানের সভাপতিত্বে বক্তব্য দেন অধ্যাপক সালাউদ্দিন জিন্নাহ,সহ-সভাপতি সামছুল আরেফিন,সাংগঠনিক সম্পাদক মো. সাহাজাহান,যুগ্ন-সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন,সাবেক সভাপতি তাছলীমা মুন্নি,সদর সভাপতি মো.সুলতান আহমেদ,অধ্যাপক মো.সাখাওয়াত হেসেন,অধ্যাপক ইলিয়াছ মাহমুদ, সহকারী শিক্ষক মো. হারুন অর রশিদ,ফয়েজ আহমেদ প্রমুখ শিক্ষক নেতৃবৃন্দ। সিনিয়র যুগ্ম-মহাসচিব ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ ইমাম সভা পরিচালনা করেন।

বক্তাগণ চলমান শিক্ষক আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেন এবং বেসরকারি এমপিওভ’ক্ত শিক্ষকদের পূর্ণাঙ্গ ঈদ বোনাস, চিকিৎসা ও বাড়ি ভাড়া প্রদান,বদলিকরণ ও প্রশাসনিক পদে মাদ্রাসা শিক্ষকদের পদ সৃষ্টিকরণ দাবিসমূহ মেনে নিতে সরকারের প্রতি আহবান জানান।

সিনিয়র করেসপন্ডেন্ট
১৪ মার্চ ২০২৩