চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৯নং ওয়ার্ডের উপ-নির্বাচন গত ১৬ মার্চ সকাল ৮ টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে উপাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তন্মোধ্যে মোঃ জয়নাল হোসেন প্রতীক মোরগ। তিনি ৪৩৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোস্তফা কামাল, প্রতীক তালা।তিনি ভোট পেয়েছেন ৩১৫ টি।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ফারুক হোসেন। নির্বাচনের আইনশৃঙ্খলার দায়িত্বে ছিলেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম, পুলিশ পরিদর্শক তদন্ত সালেহ আহমেদ, এসআই হাবিবুর রহমান ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ।
এছাড়া নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্র্যাট দায়িত্ব পালন করেন।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ১৬ মার্চ ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur