চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ইসলামপুর সাদেকিয়া বালিকা দাখিল মাদ্রাসার ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রিগেডিয়ার জেনারেল অব: রাশেদুল মান্নান তালুকদার, তিনি তার বক্তব্যে বলেন বাংলাদেশ নারী শিক্ষায় অনেক এগিয়েছে, নারী শিক্ষা এগিয়ে নিতে সরকার কাজ করে যাচ্ছে। নারীরা এখন সকল পর্যায়ে নেতৃত্ব দিতে সক্ষম।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও একজন নারী,তিনি দেশকে আজকে এগিয়ে নিতে সঠিক পথে পরিচালিত করছেন,তিনি শিক্ষায় বরাদ্দ বৃদ্ধি করে অনেক সুযোগ সুবিধা বৃদ্ধি করেছেন, শিক্ষকদের প্রশিক্ষণ দিয়ে যোগ্য করে তুলেছেন। এখন শিক্ষার্থী জরে পড়ার হার অনেকাংশেই কমেছে। সরকার এখন কর্মমুখী শিক্ষার প্রতি জোর দিয়েছেন। তিনি ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে সকল পর্যায়ে শিক্ষার্থীদের কম্পিউটার প্রশিক্ষণে ল্যাব তৈরি করছেন, তার সুফল আমাদের শিক্ষার্থীরা পাচ্ছেন।
এই দিন ২০২২ সালের দাখিল পরিক্ষায় জিপিএ- ৫ প্রাপ্ত ১০ জন শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট ও অভিনন্দন পত্র তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা হারুন অর রশিদ সাগর, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু শাহেদ সরকার, সাবেক মেয়র ও পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শহিদউল্ল্যাহ তপাদার, জেলা বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক কামরুল হাসান সাউদ, সমাজ সেবক মজিবুর রহমান, প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত সুপার মোস্তফা কামাল তালুকদার, আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন, সেলিম মিয়াজি প্রমুখ।
সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি আবদুস সালাম আজাদ জুয়েল পরিচালনা করেন প্রতিষ্ঠানের শিক্ষক মনজুর আহমেদ বিএসসি।
প্রতিবেদক: শিমুল হাছান, ১৬ মার্চ ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur