হরিপুরে স্বাস্থ্য অধিদপ্তরের আওতায় বুধবার সকাল ১১টায় উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ও মাঠ পর্যায়ের কর্মচারীদের নিয়ে প্রসবজনিত ফিস্টুলা বিষয়ে একদিনের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)-এর আর্থিক ও কারিগরী সহায়তায়, এসআরএইচআইএন্ডএস প্রকল্পের অধীনে এবং বাংলাদেশ উইমেন্স হেলথ কোয়ালিশনের ব্যবস্থাপনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সভাকক্ষে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাকিরুল ইসলামের সভাপতিত্বে ওরিয়েন্টেশন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নন-লোকাল রিসোর্স পারসন তারিকুল ইসলাম (ডিডিএসপি ঠাকুরগাঁও)।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন রিসোর্স পারসন ডা. নাসিমা আকাতার জাহান (এডিসিপি-ঠাকুরগাঁও), উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, নাজমা পারভিন প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন এমটিইপিআই আবদুল জলিল। ওরিয়েন্টেশন ১, ২ ও ৩নং ইউনিয়নের চেয়ারম্যানগণসহ উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের ৪১জন কর্মকর্তা ও মাঠ পর্যায়ের কর্মচারী।
|| আপডেট: ০৫: ৩৭ অপরাহ্ন, ১৬ সেপ্টেম্বর২০১৫
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫