Home / সারাদেশ / শিক্ষার্থীদের বহন করা চলন্ত বাসে আগুন
শিক্ষার্থীদের

শিক্ষার্থীদের বহন করা চলন্ত বাসে আগুন

গাজীপুরের শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় শিক্ষার্থীদের বহন করা একটি রিজার্ভ বাস আগুনে পুড়ে গেছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে শৌখিন পরিবহন নামে বাসটিতে আগুন লাগে। এতে কেউ হতাহত হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুর অক্সফোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের একাধিক বাস ময়মনসিংহের ভালুকা উপজেলার হাজীরবাজার এলাকার ড্রিমওয়ার্ল্ড পার্কে শিক্ষা সফরে যায়। ফেরার পথে শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা পল্লী বিদ্যুৎ এলাকায় পৌঁছলে চলন্ত বাসে পেছন থেকে ধোঁয়া বের হতে থাকে। এ সময় বাসটিতে আগুন ধরে গেলে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা দ্রুত বাস থেকে নেমে যায়।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কংকন কুমার বিশ্বাস ও শ্রীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক আব্দুল মান্নান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধ ঘণ্টা চেষ্টায় আগুন নেভায়। এ ঘটনায় কোনও হতাহত নেই। তবে আগুনে ওই বাসটি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। আগুন লাগার কারণ তাৎক্ষণিক নির্ণয় করা যায়নি। বাস থেকে নেমে যাওয়া যাত্রীরা বিকল্প ব্যবস্থায় ঘটনাস্থল ছেড়ে গেছেন।

টাইমস ডেস্ক/ এএস/ ৯ মার্চ ২০২৩