চাঁদপুরের হাইমচরে বালতির পানিতে ডুবে ১৪ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে উপজেলার গণ্ডামারা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম আমেনা আক্তার। সে ওই গ্রামের সবুজ মিয়ার মেয়ে।
সবুজ মিয়া জানান, তাদের বসতঘরে চৌকির ওপরে ছিল শিশু আমেনা। তার পাশেই ছিল পানিভর্তি বালতি। ঘরে কেউ না থাকায় চৌকিতে থাকা শিশু আমেনা হামাগুড়ি দিতে গিয়ে বালতিতে পড়ে যায়। কিছুক্ষণ পর তার মা ঘরে ঢুকে এমন দৃশ্য দেখতে পান।
পরে স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক আমেনাকে মৃত ঘোষণা করেন।
হাইমচর থানার উপপরিদর্শক (এসআই) আবুল খায়ের জানান, এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
স্টাফ করেসপন্ডেট, মার্চ ৯, ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur