চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক। আপডেট: ০৪:২৩ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০১৫, বুধবার
মাশরাফির মতোই দুর্ভাগ্য ভর করেছে যেন পেসার তাসকিন আহমেদের ওপর। একের পর এক ইনজুরিতে পড়ে নাকাল হতে হচ্ছে সম্ভাবনাময়ী এ পেসারকে। পাকিস্তান এবং ভারত সিরিজের পর ইনজুরির কারণে খেলতে পারেননি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। বেশ কিছুদিন রিহ্যাবিলিটেশন প্রোগ্রামে রাখার পর পরীক্ষামূলকভাবে তাসকিনকে পাঠানো হয়েছে ‘এ’ দলের হয়ে ভারত সফরে।
কিন্তু; দুর্ভাগ্য ভারতে গিয়েও পিছু ধাওয়া করছে তাসকিনের। ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারতীয় ‘এ’ দলের বিপক্ষে খেলতে নেমে শুরুতেই ইনজুরির কবলে পড়েছেন বাংলাদেশ জাতীয় দলের এ পেসার। প্রথম ম্যাচে ৫ ওভার বলও করেছিলেন তিনি এবং একটি উইকেটও নিয়েছেন।
কিন্তু, সাইড স্ট্রেইনের ইনজুরিতে আক্রান্ত হয়ে ড্রেসিং রুমেই ফিরে যেতে হয়েছে এই পেসারকে। বিসিবির একটি সূত্র জানিয়েছে, চোটটা গুরুতরই। দ্রুত দেশে ফিরে আনা হচ্ছে তাসকিনকে। তার পরিবর্তে আগামীকাল ভারতে যাবেন পেসার কামরুল ইসলাম রাব্বি।
চাঁদপুর টাইমস- ডিএইচ/২০১৫।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur