Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলবে বরদিয়া সপ্রাবির সভাপতি বাবলু
বরদিয়া

মতলবে বরদিয়া সপ্রাবির সভাপতি বাবলু

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ১২২ নং বরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন শাহাদাত হোসেন বাবলু।সোমবার সকাল ১০ টায় বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে উক্ত বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি গঠনকল্পে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ আক্তার হোসেন সরকার।

সভাপতি পদে মোঃ শাখাওয়াত হোসেন বাবলু ব্যতীত আর কোন প্রার্থী না থাকায় পরিচালনা কমিটির সকল সদস্যদের মতামতের ভিত্তিতে তাকে সভাপতি ঘোষনা করা হয়।এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ। শাখাওয়াত হোসেন বাবলু সভাপতি নির্বাচিত হওয়ায় শিক্ষক, অভিভাবক প্রতিনিধি ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ৫ মার্চ ২০২৩