চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক। আপডেট: ১২:৫৫ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০১৫, বুধবার
তরুণ দুই অধিনায়ক মুমিনুল হক ও উম্মুখ চাঁদের নেতৃত্বে সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নেমেছে বাংলাদেশ ও ভারত ‘এ’ দল। বেঙ্গালুরুরতে টস জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ। ৫ উইকেট তুলে নিয়ে ভারতকে চেপে ধরেছে টাইগার বোলাররা।
ব্যাটিংয়ে নেমে দ্রুত রান তুলতে থাকেন ভারতের দুই ওপেনার মায়াঙ্ক আগারওয়াল ও অধিনায়ক উম্মুখ চাঁদ। তবে দলীয় ৪৪ রানে প্রথম উইকেট হারানোর পর ৭৬ রানেই ৪ উইকেট হারায় ভারত। ১৬ রান করে তাসকিনের বলে আউট হন উম্মুখ। আর শফিউলের বলে মাত্র ১ রানে সাজঘরে ফেরেন আরেক টপ অর্ডার মনিশ পান্ডে।
১৬ রান করে নাসির হোসেনের শিকার হয়েছেন সুরেশ রায়না। আর হিসেবে খাতা খোলার আগে নাসিরের রানআউটের শিকার কেদার যাদব। হাফসেঞ্চুরি (৫৬) পাওয়া ওপেনার আগরওয়ালও সাজঘরে ফেরেন নাসিরের বলে।
চাঁদপুর টাইমস- ডিএইচ/২০১৫।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur