চাঁদপুরের মতলব উত্তর উপজেলার স্বনামধ্য শিক্ষা প্রতিষ্ঠান, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয় (মোহনপুর কলেজের) বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ মার্চ) সকালে কলেজ মাঠে জাতীয়, ক্রীড়া, ও স্কাউট পতাকা উত্তোলন এবং বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে মতলব উত্তর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাইউম খান প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান দিনব্যাপি ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাইউম খান বলেন,শিক্ষা জাতির মেরুদন্ড। তবে সে শিক্ষা হতে হবে সুশিক্ষা। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারেনা। তাই সবাইকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ সেবায় আত্মনিয়োগ করতে হবে।
তিনি আরও বলেন,বিশ্বপ্রতিযোগিতার যুগে মেধাবী শিক্ষার কোনো বিকল্প নেই। পাশাপাশি শৃঙ্খলা মানতে হবে। আর প্রত্যেকের জীবনে স্বপ্ন থাকতে হবে। জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো সোনার বাংলা গড়ার। তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সে স্বপ্নকে বাস্তবায়ন করছেন।
আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তোফায়েল আহাম্মদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম হাওলাদার।
কলেজের প্রভাষক মোঃ এনামুল হক ও প্রভাষক মঞ্জুর আহম্মেদ এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কলেজের গভর্নিং বডির অভিভাবক সদস্য মোঃ বাদশা মিয়া, ছানা উল্লাহ প্রধান, কলেজের প্রভাাষক মাকসুদা আক্তার, জেসমিন আক্তার, রাবেয়া বশরি, এনামুল হক, নেহেল আহম্মেদ, আবুল কালামসহ কলেজের গভার্নিংবডির অন্যান্য সদস্য বৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি অচিরেই করা হবে জাননিয়েছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তোফায়েল আহাম্মদ।
এতে কলেজের প্রতিষ্ঠাতা বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য দুই বারের সাবেক সফল মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। এছাড়াও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু,সাবেক মন্ত্রী মায়া চৌধুরীর সহধর্মিনী মতলব উত্তর-মতলব দক্ষিণ মহিলা আওয়ামীলীগের উপদেষ্টা মিসেস পারভীন চৌধুরী রিনা,চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক সূবর্না চৌধুরী বীণা ও নবাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আশফাক হোসেন চৌধুরী মাহি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, চাঁদপুরের মতলবের চরাঞ্চল ও নদী তীরবর্তী এলাকার ছেলেমেয়েদের উচ্চ মাধ্যমিক শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম তার বাবা বিশিষ্ট সমাজসেবক মরহুম আলী আহম্মদ মিয়ার নামে ‘আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়’টি ২০১৫ সালে প্রতিষ্ঠা করেন।
প্রতিবেদক:খান মোহাম্মদ কামাল, ১ মার্চ ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur