কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে পাঁচটি চোরাই ব্যাটারিচালিত অটোরিক্সাসহ নয় জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
সোমবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) খন্দকার আশফাকুজ্জামান।
তিনি জানান, গত ১০ ফেব্রুয়ারি কুমিল্লার সদর দক্ষিন উপজেলার কোটবাড়ী চাঙ্গীনি এলাকার ফজলুর রহমান জুম্মা’র নামাজ আদায় করতে গেলে তার ব্যাটারি চালিত অটোরিক্সাটি চুরি হয়। এ বিষয়ে তিনি থানায় অভিযোগ করেন। এ প্রেক্ষিতে জেলা গোয়েন্দা পুলিশ জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে উক্ত অটোরিকশাসহ পাঁচটি ব্যাটারী চালিত রিক্সা উদ্ধার করে। এসময় পেশাদার চোর চক্রের নয়জনকে গ্রেপ্তার করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ বড়ুয়া পিপিএম, পরিদর্শক শাহেদ পারভেজসহ অন্যরা।
প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল, ২৭ ফেব্রুয়ারি ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur