চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা দলিল লিখক সমিতির নির্বাচন উৎসব মুখর পরিবেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
২৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্ষন্ত বিরতিহীন ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৪৩ জন ভোটারের মধ্যে ৪৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ৬ টি পদের মধ্যে ৫ টি পদে সভাপতিসহ ৭ জন বিনাপ্রতিদ্ধন্ধিতায় নির্বাচিত হয়েছে।শুধুমাত্র সাধারণ সম্পাদক পদে (বৃহস্পতিবার) গতকাল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী ২জন প্রার্থীর মধ্যে কামাল উদ্দিন বিপ্লব ২৫ ভোট পেয়ে নির্বাচিত হন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আক্তারুজ্জামান ভোট পেয়েছেন ১৮ টি।নির্বাচনের ফলাফল ঘোষনা করেন অত্র নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার আবুল হোসেন বালী।
এসময় নির্বাচন পরিচালনা কমিটির সকল সদস্যবৃন্দ, জেলা দলিল লিখক সমিতির সভাপতি খোরশেদ আলম বাবলু,মতলব পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর সারোয়ার সরকার লিখন, মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজ মল্লিক, থানার এসআই হাবিবুর রহমানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদিকে বিনাপ্রতিদ্বন্ধিতায় যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন সভাপতি পদে মোঃ জিয়াউল মোস্তফা তালুকদার, সাংগঠনিক সম্পাদক শাহপরান, অর্থবিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী তালুকদার, দপ্তর সম্পাদক ফারুক হোসেন, সদস্য জাহাঙ্গীর আলম,খালেকুজ্জামান ও মনির হোসেন।
প্রতিবেদক:মাহফুজ মল্লিক, ২৩ ফেব্রুয়ারি ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur