চাঁদপুর কোস্টগার্ড মেঘনা নদীতে অভিযান চালিয়ে যাত্রীবাহী লঞ্চ থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে। আটক জাল আগুনে পুুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
চাঁদপুর কোস্টগার্ড স্টেশন সূত্রে জানা যায়, গত সোমবার দিবাগত রাতে কোস্টগার্ড স্টেশন কমান্ডার নুরুজ্জামান শেখের নেতৃত্বে টহল টিম মেঘনা নদীতে অভিযান চালায়।
এসময় রাত সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা মোহনা অতিক্রমকালে ঢাকা থেকে দক্ষিণাঞ্চলগামী যাত্রীবাহী লঞ্চ এমভি বন্ধন-৭ থেকে অভিযান চালিয়ে ১৪ লাখ ৪০ হাজার বর্গমিটার কারেন্ট জাল জব্দ করে।
জব্দকৃত কারেন্ট জালের আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি ৬০ লাখ টাকা। পরে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় চৌধুরীঘাট সংলগ্ন ডাকাতিয়া নদীর পাড়ে জেলা মৎস্য অফিসারের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে জব্দকৃত জাল বিনষ্ট করা হয়।
|| আপডেট: ০৭:২৪ অপরাহ্ন, ১৬ সেপ্টেম্বর ২০১৫, মঙ্গলবার
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur