চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী পালাখাল ফাতেমা আইডিয়াল একাডেমীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। একাডেমীর উদ্যোগে শিক্ষক ও শিক্ষার্থীরা একটি র্যালী বের করা হয়। র্যালিটি একাডেমীর প্রাঙ্গন থেকে শুরু হয়ে বাজারের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে শহীদ মিনারে মিলিত হয়। পরে একাডেমীর শিক্ষক ও শিক্ষার্থীরা ভাষাশহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
একাডেমীর প্রধান শিক্ষক মো. কবীর হোসেন মাষ্টারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন,একাডেমীর পরিচালক মো. মাহবুব আলম,শিক্ষক মোহাম্মদ হোসেন,বিল্লাল হোসেন,জাকিয়া আক্তার প্রীতি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরে শিক্ষার্থীদের মাঝে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,২২ ফেব্রুয়ারি ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur