জিসান আহমেদ নান্নু, কচুয়া || আপডেট: ১১:৪২ অপরাহ্ণ, ১৪ সেপ্টেম্বর ২০১৫, সোমবার
চাঁদপুরের কচুয়া উপজেলার খিলা গ্রামে মাছ শিকার করতে গিয়ে সাপের দংশনে আরিফ হোসেন (৩২) নামের এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের মমতাজ উদ্দিনের পুত্র ও স্থানীয় ১০নং গোহট উত্তর ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি।
রোববার ভোর রাতে বাড়ির পাশে বর্ষার পানিতে আরিফ হোসেন মাছ শিকার করতে গেলে একটি বিষাক্ত সাপে কামড় দেয়। পরে তাকে মুমূর্ষু অবস্থায় চাঁদপুর জেনারেল সরকারি হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur