Home / চাঁদপুর / রাষ্ট্রপতি সাহসিকতা পদক পেলেন চাঁদপুরের প্রিভেল মাহমুদ
রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি সাহসিকতা পদক পেলেন চাঁদপুরের প্রিভেল মাহমুদ

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে বীরত্বপূর্ণ এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ প্রেসিডেন্ট ভিডিপি পদক পিভিএম (সাহসিকতা) পদক পেয়েছেন চাঁদপুরের কৃতিসন্তান প্রিভেল মাহমুদ। তিনি মতিঝিল থানার আনসার ও ভিডিপির প্রশিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।

প্রিভেল মাহমুদ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার হরিনা গ্রামের দেলোয়ার হোসেনের জ্যেষ্ঠপুত্র। তার মাতার নাম ফাতেমা বেগম। তিনি ব্যক্তিগত জীবনে বিবাহিত। তার এক কন্যা সন্তান রয়েছে।

গত ১২ ফেব্রুয়ারি রোববার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৩ তম জাতীয় সমাবেশ উপলক্ষে গাজীপুর জেলার শফিপুরের আনসার একাডেমিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে এই পদক পরিয়ে দেন।

পদক পাওয়ার পর বাহিনীর কর্মকর্তা-কর্মচারী ও আনসার-ভিডিপির সদস্যরা শুভেচ্ছা জানান।প্রিভেল মাহমুদ চাকরি শুরু থেকে সততা, নিষ্ঠার ও ন্যায় পরায়নের অর্পিত দায়িত্ব পালন করে এই বাহিনীতে প্রশংসিত হয়ে আসছেন। পূর্বে তিনি বাংলাদেশ স্কাউটস হতে ২০১১ সালে ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড পেয়েছেন।

প্রতিবেদক: শরীফুল ইসলাম, ১৬ ফেব্রুয়ারি ২০২৩