ঢাকা থেকে প্রকাশিত দেশের অন্যতম জাতীয় দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকায় চাঁদপুর জেলা প্রতিনিধি হিসেবে নিযোগ পেয়েছেন সাংবাদিক মোহাম্মদ নাছির উদ্দিন। পত্রিকার সম্পাদক রবিন সিদ্দিকী ও প্রধান সম্পাদক মতিউর রহমান গাজ্জালীর হাত থেকে সোমবার দুপুরে পত্রিকার কার্যালয়ে চাঁদপুর জেলা প্রতিনিধি হিসেবে আইডি কার্ড গ্রহন করেন তিনি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্র মোহাম্মদ নাছির উদ্দিন দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকা ছাড়াও চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক শপথ পত্রিকার কচুয়া প্রতিনিধি ও সাপ্তাহিক শিকড় সংবাদ পত্রিকার প্রতিনিধি হিসেবে কাজ করে আসছেন।
এদিকে দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকায় চাঁদপুর জেলা প্রতিনিধি হিসেবে বস্তু নিষ্ঠ সংবাদ তুলে ধরে মানুষের কল্যাণে কাজ করতে সহকর্মী ও জেলাবাসীর সহযোগিতা কামনা করেছেন তিনি।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৩ ফেব্রুয়ারি ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur