অলীয়ে কামেল হযরতুল আল্লামা আবুল হাসান শাহ মুহাম্মাদ ফায়েজ উল্লাহ শাজুলি রাহমাতুল্লাহি আলাইহি প্রতিষ্ঠিত চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহাসিক শাজুলিয়া দরবার শরীফের ২দিন ব্যাপী বার্ষিক মাহফিলের প্রস্তুতি গ্রহন করা হয়েছে।
আগামী ১৬ ও ১৭ ফেব্রুয়ারি তারিখে মাহফিলকে সামনে রেখে সকল প্রস্তুতি শেষের দিকে। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছরেও এ মাহফিলে দেশ-বিদেশের লক্ষ লক্ষ ধর্মপ্রান মুসিল্লিদের উপস্থিতির আশঙ্কা করছে মাহফিল আয়োজক কমিটি।
শাজুলিয়া দরবার শরীফের এ মাহফিলে বাংলাদেশসহ এশিয়া মহাদেশের প্রখ্যাত ওয়ায়েজীন, পীর মাশায়েখ ও ওলামায়ে কেরাম দ্বীন ইসলামের বিভিন্ন বিষয়ে জ্ঞানগর্ভ আলোচনা পেশ করবেন। শনিবার বাদ ফজর আখেরি মুনাজাত ও তাবাররক বিতরণের মাধ্যমে মাহফিলের কার্যক্রম সম্পন্ন হবে।
মাহফিলে সভাপতিত্ব ও আখেরি মুনাজাত পরিচালনা করবেন, দরবার শরীফের পীর শাহ মুহাম্মাদ রুহুল্লাহ শাজুলি।
পরিচালক আতাউল্যাহ শাজুলি বলেন, দুদিন ব্যাপী মাহফিলকে ঘিরে সকল প্রস্তুতি গ্রহন শেষের পথে। দেশ ও জাতির শান্তি কামনায় মাহফিলে সবাইকে দলে দলে যোগদান করতে আহ্বান জানিয়েছেন তিনি।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৩ ফেব্রুয়ারি ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur