চাঁদপুর শহরের পুরান বাজার হরিসভা এলাকায় মেঘনা নদী থেকে মুকবুল বেপারী (৩০) নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
১০ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে চাঁদপুর মরদেহটি উদ্ধার করে নৌ থানা পুলিশ।
নিহত মুকবুল বেপারী পাশবর্তী শরীয়তপুর জেলার সখিুপুর থানার তারাবুনিয়া গ্রামের বাসিন্দা। চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, বিকেলে পুরাণ বাজার হরিসভা মন্দির এলাকায় নদীতে মরদেহ ভাসতে দেখে নৌ-পুলিশকে খবর দেওয়া হয়। মরদেহটি গলিত অবস্থায় ছিল।
ওসি কামরুজ্জামান বলেন, মুকবুল বেপারী গত ৫ ফেব্রুয়ারি নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
স্টাফ করেসপন্ডেট, ১১ ফেব্রুয়ারি ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur