ঠাকুরগাঁওয়ের হরিপুরে পানির স্রোতে তলিয়ে যাওয়া সপ্তম শ্রেণীর ছাত্র পারভেজ (১২) এর লাশ ৬দিন পর সীঁমান্তের ৩৪৬/২৪আর নং পিলার এলাকায় ভারতের ভূ-খন্ডে পাহাড়পুর ব্রীজ নামক স্থানে কুলিক নদী থেকে ভাসমান অবস্থায় ভারতীয় বিএসএফ উদ্ধার করেছে।
লাশ উদ্ধারের বিষয়টি বিএসএফ কর্তৃপক্ষ বিজিবিকে জানান। বিজিবি কর্তৃপক্ষ ও পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে পারভেজের লাশ বলে শনাক্ত করেন। পরে বিকাল ৫টায় পকাতা বৈঠকের মাধ্যমে বিএসএফ কর্তৃপক্ষ পারভেজের লাশ বাংলাদেশ বিজিবি ও থানা পুলিশের নিকট হস্তান্তর করেন। পরে থানা পুলিশ পারভেজের লাশ পরিবারের নিকট হস্তান্তর করেন।
উল্লেখ্য, গত সোমবার হরিপুর উপজেলার ৬নং ভাতুরিয়া ইউনিয়নের ধাকদহ নামক স্থানে কুলিক নদীতে সহপাঠিদের সাথে গোসল করার সময় সপ্তম শ্রেণীর ছাত্র পারভেজ (১২) পানির স্রোতে তলিয়ে যায় । এরপর তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। ঘটনাটি ঘটেছিল গত সোমবার দুপুর আনুমানি আড়াইটার দিকে।
পারভেজ হরিপুর উপজেলার ভাতুরিয়া গ্রামের কলিমুদ্দনের ছেলে এবং ভাতুরিয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র।
সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur