তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের গাজিয়ানতেপে সিরিয়া সীমান্তের কাছে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এখন পর্যন্ত অন্তত ১৭ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় তুর্কি কর্মকর্তারা।
দেশটির দক্ষিণ-পূর্ব উভয় শহরেই অন্তত ৫০টি ভবন ধসে পড়েছে। সানলিউরফা শহরে ১২ জনের মৃত্যু হয়েছে। ওসমানিয়ে শহরের গভর্নর সেখানে পাঁচজনের মৃত্যৃর তথ্য নিশ্চিত করেছেন।
মার্কিন ভূ-তাত্ত্বিকক জরিপ সংস্থার মতে, ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৮ এবং এটি স্থানীয় সময় ভোর সোয়া ৪টার দিকে গাজিয়ানতেপ শহরের কাছে আঘাত হানে। এর গভীরতা ছিল ১৭.৯ কিলোমিটার।
ভূম্পিকম্পটি রাজধানী আঙ্কারা এবং তুরস্কের অন্যান্য শহরেও অনুভূত হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট পুরো অঞ্চলজুড়েই কম্পন অনুভূত হয়েছে।
দিয়ারবাকিরে থাকা বিবিসির তুরস্ক প্রতিনিধি জানিয়েছেন, শহরটির একটি শপিংমল ধসে পড়েছে।
গাজা উপত্যকায় থাকা বিবিসির প্রযোজক রুশদি আবুয়ালুফ বলেন, তিনি যে বাড়িতে থাকেন সেখানে প্রায় ৪৫ সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয়েছে।
তবে ভূমিকম্পটির মাত্রা ৭.৪ ছিল বলে জানিয়েছেন স্থানীয় সিসমোলজিস্টরা। তারা জানান, ভূমিকম্পটি আঘাত হানার কয়েক মিনিট পরেই দ্বিতীয় আরেকটি কম্পন অনুভূত হয়। সূত্র:বিবিসি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur