বাংলাদেশের অনেক মানুষ আধুনিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। নারায়ণগঞ্জ জেলার কোবাগা উপজেলার মহজমপুর ইউনিয়েনে আছে লালপরী হুজুরের স্ট্যান্ড। লালপরি নামে একজন হুজুর আছেন এই স্ট্যান্ড মার্কেটে। তার নামেই এই বাসস্ট্যান্ডের নাম করন। প্রতিদিন ২থেকে ৩শ জন রোগী আসে এই হুজুরের কাছে।
হুজুরের প্রকৃত নাম আনোয়ার হোসেন। মাথা ব্যথা থেকে শুরু করে ক্যন্সার পযর্ন্ত সারতে পারে হুজুর। লালপরী হুজুর হওয়ার পিছনের কারন বললেন আনোয়ার, লালপরী হুজুরের লগে স্বপ্নে সাক্ষাৎ হয়। এই সাক্ষাতে যখন ব্রেন আউট হয়ে যায় চিল্লায়তাম আর কইতাম আমি লালপরী হুজুর। শতকরা আশিজন জানতো লালপুরিয়ে ধরছে।
আমাদের দেশে এমন কতো ভন্ডপীরের গলি আছে তা হয়তো জানা যায়নি। কিন্তু এখান থেকে প্রতারিত হচ্ছে হাজার হাজার মানুষ। ঠিক এমনি এক প্রতিবেদন তুলে ধরে বেসরকারী টিভি চ্যানেল ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। তালাশ টিমের এক প্রতিবেদনে উঠে আসে ভন্ডপীর সাহেবদের আসল রূপ।
আসুন দেখে নেওয়া যাক ভিডিওটি। এখানে ক্লিক করুন…
নিউজ ডেস্ক || আপডেট: ০৯:২৯ পিএম, ২২ ডিসেম্বর ২০১৫, মঙ্গলবার
এমআরআর