কুমিল্লায় অভিযান চালিয়ে মোটর সাইকেল চোরাই চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১১টি মোটর সাইকেল উদ্ধার করা হয়।
বুধবার রাতে নগরীর বিভিন্ন স্থান থেকে রেজিস্ট্রেশন বিহীন এসকল মোটর সাইকেলসহ তাদের গ্রেফতার করা হয়। আজ দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার আব্দুল মান্নান এ তথ্য জানান।
পুলিশ সুপার বলেন, সীমান্তবর্তী জেলা হওয়ায় বাংলাদেশ থেকে নতুন মোটরসাইকেল ভারতে পাচার করে তার বিনিময়ে মাদক নিয়ে আসা হয়। যা খুবই ভয়ংকর একটি তথ্য। দীর্ঘদিন ধরে এ চক্রটি মোটরসাইকেল চুরি করে রেজিস্ট্রেশন নাম্বার প্লেট খুলে ফেলে এবং চেচিস নাম্বার ঘষে তুলে ফেলে ভারতীয় সীমান্তে বিক্রি করে আসছিল। আটককৃতের মধ্যে ছয় জনের নামে হত্যা,চুরি,ডাকাতি, অস্ত্র ও মাদক, মামলা রয়েছে।
প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল, ২ ফেব্রুয়ারি ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur