সাপ্তাহিক শিকড় সংবাদ পত্রিকার প্রতিনিধি, কলাকৌশলী, পাঠক ও সুধীজনের সাথে
মতবিনিময় করেছেন কচুয়া থেকে নির্বাচিত জাতীয় পার্টির সাবেক সাংসদ ও চাঁদপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. শহীদুল ইসলাম।
২৮ জানুয়ারি শনিবার সকালে পত্রিকার আয়োজনে সাচার অধ্যাপক ডা. শহীদুল ইসলাম মেডিকেল সেন্টারে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য ডা. শহীদুল ইসলাম বলেন, সততা ও নিষ্ঠার সাথে সাংবাদিকতা করতে হবে। সততা না থাকলে সাংবাদিকতা থাকে না। পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর হতে হবে। সাংবাদিকদের কলম মুক্ত হলে সমাজ উপকৃত হয়। কলমের শক্তিকে ইতিবাচক কাজে ব্যবহারের আহ্বান জানান তিনি।
এসময় সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. শহীদুল ইসলামকে সাপ্তাহিক শিকড় সংবাদ পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি পদে মনোনীত করা হয়।
পত্রিকার সম্পাদক ও প্রকাশক জিসান আহমেদ নান্নুর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সাপ্তাহিক শিকড় সংবাদ পত্রিকার পাঠক ফোরামের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আনেয়ার হোসেন সিকদার, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব অ্যাডভোকেট মাঈন উদ্দিন মাইনু, যুগ্ন আহ্বায়ক জয়নাল আবেদীন, কচুয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আতাউল করিম, পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক জিয়াউদ্দিন মজুমদার প্রমুখ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পত্রিকার নির্বাহী সম্পাদক নুরুন্নবী পাঠান, চীফ রিপোর্টার মো. মাসুদ রানা, নিজস্ব প্রতিনিধি নুরুল হক, নাছির উদ্দিন, বিল্লাল মাসুম, হারুনুর রশিদ, রাজীব সরকার, রায়হান মিয়া প্রমুখ।
কচুয়া প্রতিনিধি, ২৮ জানুয়ারি ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur