ফরিদগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা ও কালির বাজার কৃষি ব্যাংকের সাবেক ম্যানেজার মো. শাহাদাত হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। ২৭ জানুয়ারি শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের দক্ষিন গজারিয়া বেপারী বাড়ি সংলগ্ন মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেনের জানাজার পুর্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুনাহারের নেতৃত্বে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবদুল মান্নানসহ পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সহিদুল্লাহ তফাদার, ডেপুটি কমান্ডার সারোয়ার হোসেন, উপজেলার আওয়ামীলীগের সহ-সভাপতি আবুল হোসেন বাবুল পাটওয়ারী, রূপসা উত্তর ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি আব্দুল লতিফ পাটওয়ারীসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মুক্তিযোদ্ধা মো. শাহাদাত হোসেন ২৬ জানুয়ারী বৃহস্পতিবার রাত ৮ টার সময় নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজিউন)।
মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন ফরিদগঞ্জ দক্ষিন ইউনিয়নরে দক্ষিন গজারিয়া এলাকার বেপারী বাড়ির মৃত খলিল উল্লা বেপারীর ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। তিনি ৫ ছেলে, ৩ মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
প্রতিবেদক: শিমুল হাছান, ২৭ জানুয়ারি ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur