চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত মাদকবিরোদী অভিযানে শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে দুই হাজার ৯শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. ফারুক সরদার (২৪) ও মো. লিটন খান (২৫) নামে রাজবাড়ী জেলার দুই মাদক বিক্রেতা গ্রেফতার হয়েছে।
শনিবার (২১ জানুয়ারি) দুপুরে তাদেরকে চাঁদপুর আদালতে পাঠিয়েছে সদর মডেল থানা পুলিশ। এর আগে শুক্রবার (২০ জানুয়ারি) রাতে তাদেরকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক বিক্রেতা ফারুক রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার ছোরাপ গ্রামের শহিদুল ইসলামের ছেলে এবং লিটন একই জেলার গোয়ালন্দ থানার ছাত্তার মেম্মার পাড়ার মো. বাদশা খানের ছেলে।
চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন জানান, গোপ সংবাদের ভিত্তিতে পরিদর্শক বাপন সেনের নেতৃত্বে আমাদের রেডিং টীম শহরের বাস স্ট্যান্ড থেকে ২ হাজার ৯শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদেরকে হাতে নাতে গ্রেফতার করে। এই ঘটনায় পরিদর্শক বাপন সেন বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন। মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।
প্রতিবেদক: কবির হোসেন মিজি, ২১ জানুয়ারি ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur