চাঁদপুরের ফরিদগঞ্জে জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৮ তম জন্মবার্ষিকী পালন করেছে ফরিদগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দল।
২০ জানুয়ারী শুক্রবার বিকেল উপজেলা বিএনপির কার্যালয়ে পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফ পাটওয়ারীর পরিচালনায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে ফরিদগঞ্জ উপজেলা বিএনপি প্রধান সমন্বয়ক আলহাজ্ব এ হান্নান মানব কল্যান ট্রাষ্টের পক্ষ থেকে গরিব ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ, দোয়া মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী ঢালী,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী ইব্রাহীম জুয়েল। বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ ফারুক হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নাজমুল আলম জুয়েল, রাজু পাটওয়ারী, নাজিম উদ্দীন সুমন আব্দুল হাই মুন্সী, সদস্য মিলন, আরিফ, ছফিউল্লাহ, দিপু, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ছবুর পাটওয়ারী রুবেল, যুগ্ম আহ্বায়ক আজাদ পাটওয়ারী, জিয়া উদ্দিন, বিল্লাল প্রমুখ
এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ দেশ ও জাতির জন্য দোয়া করা হয়।
স্টাফ করেসপন্ডেট, ২০ জানুয়ারি ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur