Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / শাহরাস্তিতে পাগলা কুকুরের কামড়ে ৮ শিশুসহ আহত ৯
কুকুরের

শাহরাস্তিতে পাগলা কুকুরের কামড়ে ৮ শিশুসহ আহত ৯

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বিভিন্ন স্থানে পাগলা কুকুরের কামড়ে ৮ শিশুসহ ৯ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতরা চিকিৎসা নিয়েছেন।

শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত হাসপাতালের জরুরী বিভাগে ৯ কুকুরে কামড়ে আহত রোগী চিকিৎসা নিয়েছেন।

আহতদের মধ্যে পৌরসভার বাত্তলা গ্রামের ১ শিশু, নিজমেহার গ্রামের ৪ শিশু ও এক যুবক, করবা গ্রামের ২ শিশু ও হোসেনপুর গ্রামের ১ শিশু রয়েছেন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত মেডিকেল অফিসার ডাঃ মোঃ আবু নাছের শাকিল জানান, বিকেল ৫ টা পর্যন্ত জরুরী বিভাগে ৯ জনকে প্রাথমিক চিকিৎসা ও ভ্যাকসিন দেয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ন রশীদ জানান, সম্প্রতি শাহরাস্তি উপজেলায় বেওয়ারিশ কুকুরগুলোকে ভ্যাকসিন দেয়া হয়েছে। ৮ শিশুসহ ৯ জন আক্রান্তের ঘটনায় স্বাস্থ্য কর্মকর্তা ও প্রাণীসম্পদ কর্মকর্তাকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।

প্রতিবেদক: জামাল হোসেন, ১৯ জানুয়ারি ২০২৩