মতলব প্রেসক্লাবের সভাপতি মোঃ আক্তার হোসেন ও সাধারণ সম্পাদক মাহফুজ মল্লিককে ১৪ জানুয়ারি দুপুরে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন মতলব জেবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৯২ ব্যাচের বন্ধুরা।
এক প্রানবন্ত চমৎকার অনুষ্ঠানের মধ্যে দিয়ে এসএসসি ৯২ ব্যাচের ছাত্র মাহফুজ মল্লিক মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় ৯২ ব্যাচের বন্ধুরা ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদককে বরণ করে নেন।
প্রেসক্লাবের সভাপতি মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহফুজ মল্লিকের পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্যে রাখেন মতলব প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিলন,প্রতিষ্ঠাতা সদস্য মজিবুর রহমান খোকন। ৯২ ব্যাচের মধ্যে বক্তব্য রাখেন মতলব সরকারি ডিগ্রি কলেজ ছাত্রছাত্রী সংসদের সাবেক এজিএস জহিরুল ইসলাম, দেওয়ান মোঃ আবুল বাসার পারভেজ,কামরুজ্জামান শাহীন, নজরুল ইসলাম, ফিরোজ আহমেদ, বিপ্লব,জামাল হোসেন, আশুরা আক্তার,মুক্তা আক্তার,শামছুল আলম প্রমুখ। এসময় প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেদো নামে জাকির, সমীর ভট্টাচার্য বল, সাংবাদিক কবির মজুমদার উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বিনিময়কালে অতিথিবৃন্দ ও ৯২ ব্যাচের বন্ধুরা মতলব প্রেসক্লাবের উন্নয়নে সর্বাত্বক সহযোগিতা করার আশ্বস্ত করেন।
মতলব প্রতিনিধি, ১৪ জানুয়ারি ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur