ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও নানা কর্মসূচীর মধ্য দিয়ে মতলব সরকারি ডিগ্রি কলেজ অ্যালামনাই এসোসিয়েশনের আয়োজনে প্রাক্তন ছাত্রছাত্রীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
মতলব সরকারি কলেজ অ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে “এসো মিলি প্রাণের বন্ধনে” শ্লোগানে মিলন মেলা অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন এসোসিয়েশনের উপদেষ্টা মেজর (অবঃ) আবুল বাশার। বর্ণাঢ্য র্র্যালীর মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পরে আলোচনা সভায় স্মৃতি চারণমূলক বক্তব্য রাখেন কলেজের প্রথম ব্যাচের ( ১৯৬৪ সালের) ছাত্র শুধাংশু সাহা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন প্রধান, প্রকৌশলী নারায়ন চক্রবর্তী প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন অ্যালামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ছাত্র সংসদের সাবেক ভিপি এস এম সেলিম। মধ্যাহ্ন ভোজন শেষে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ১৪ জন গুণী ব্যক্তিকে গুণীজন সম্মাননা প্রদান করা হয়।
অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি বাংলাদেশ বেতারের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (অবঃ) আবুল বাশার পাটোয়ারীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল এমপি।
চ্যানেল আই সংবাদ পাঠক শরীফ হাসান হৃদয়ের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মেজর (অবঃ) আবুল বাশার, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্মসচিব কৃষিবিদ ড. আবুল হোসেন, উপজেলা চেয়ারম্যান বি এইচ এম কবির আহমেদ, মতলব সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সালামত উল্লাহ, অধ্যক্ষ আবুল কালাম আজাদ, মেয়র আওলাদ হোসেন লিটন,সিদ্ধেস্বরী গার্লসের অধ্যক্ষ সাহাবুদ্দিন মুন্সী , নজরুল ইসলাম রিপন, মুক্তিযোদ্ধা সন্তান ফারুক আহমেদ বাদল প্রমুখ। পরে সমাজে বিভিন্ন কর্মকান্ডে অবদানের জন্য বিশিষ্ট ব্যক্তিদের সন্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে মতলব প্রেসক্লাবের সভাপতি মোঃ আক্তার হোসেন, সাধারণ সম্পাদক মাহফুজ মল্লিকসহ সামাজিক, রাজনৈতিক, শিক্ষক,জনপ্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন।
সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশ করেন চ্যানেল আই সেরাকন্ঠ শিল্পী ঝিলিক, এনটিভির ক্লোজআপ ওয়ান শিল্পী রাজীব ও মতলবের শিল্পী আশিক কবির।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ১৪ জানুয়ারি ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur