Home / আন্তর্জাতিক / ইভটিজিং করলেই পশুর মতো খাঁচাবন্দি
ইভটিজিং করলেই পশুর মতো খাঁচাবন্দি

ইভটিজিং করলেই পশুর মতো খাঁচাবন্দি

চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক। আপডেট: ০৭:০৯ পিএম, ১১ সেপ্টেম্বর ২০১৫, শুক্রবার

নির্দেশ দেয়া হয়েছে এলাকায় এলাকায় রাস্তার মোড়ে খাঁচা বসানোর জন্য। কোনো নারী বা তরুণীকে জ্বালাতন করলেই সোজা ঢুকিয়ে দেয়া হবে সেই খাঁচায়। আর এটির নাম দেয়া হয়েছে ‘মজনু পিঞ্জরা’।

ইভটিজিং রুখতে অভিনব এ পদক্ষেপ নিয়েছে ভারতের উত্তরপ্রদেশ প্রশাসন। এ পদক্ষে না নিয়েও বা করবে কী? এমনিতেই তাদের গায়ে লেগেছে নারীদের সম্ভ্রম খোয়ানোর হারের মধ্যে শীর্ষ স্থানের সীল।

জেলাশাসক জানিয়েছে, কেউ ইভটিজিং করলে এবার তাকে প্রকাশ্য রাস্তায় খাঁচাবন্দি করা হবে। একেবারে জনবহুল রাস্তায় খাঁচাগুলো বসানো হবে। যাতে দুষ্কর্মকারীদের চিনতে পারে সাধারণ পথচলতি মানুষ।

প্রসঙ্গত, ২০১৩ সালে একটি ইভটিজিংয়ের ঘটনাকে কেন্দ্র করেই মুজফফর নগরের কওয়াল ও হেবন্তপুর গ্রামে সাম্প্রদায়িক দাঙ্গার পরিস্থিতি তৈরি হয়, যাতে বহু মানুষ প্রাণ হারায়। এমন ঘটনা যাতে আর না ঘটে তা এড়াতেই রাস্তার রোমিওদের বশে আনতে চায় প্রশাসন।

চাঁদপুর টাইমস- ডিএইচ/২০১৫।