মতলব প্রেসক্লাবের নবগঠিত কমিটির সভাপতি আক্তার হোসেন ও সাধারণ সম্পাদক মাহফুজ মল্লিককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ক্লাবের সাবেক কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ। ৬ জানুয়ারি বিকালে ক্লাব মিলনায়তনে নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে বরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক মুহাম্মদ জাকির হোসেন আমির খসরু প্রধান, গোলাম সারওয়ার সেলিম, রোকনুজ্জামান রোকন, সাবেক সহ সভাপতি হোসেন আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র ঘোষ, শ্যামল চন্দ্র দাস, গোলাম হালদার মোল্লা, ফজলে রাব্বি ইয়ামিন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেদওয়ান আহমেদ জাকির,কামাল দেওয়ান, মতলব প্রেসক্লাবের সম্মানিত সদস্য সোবহান ফারুক, লোকমান হাবীব, মোশাররফ হোসেন তালুকদার, সমির ভট্টাচার্য বলু, খোরশেদ আলম, আশরাফুল জাহান শাওলিন প্রমুখ।
নতুন কমিটি ক্লাবের সার্বিক কল্যাণে সকল পর্যায়ের কর্মকর্তা ও সদস্যগণের কাছে সহযোগিতা কামনা করেছেন।
স্টাফ করেসপন্ডেট, ৭ জানুয়ারি ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur