ঘন কুয়াশার কারণে প্রায় সাড়ে ৪ ঘণ্টা বন্ধ থাকার পর চালু হয়েছে চাঁদপুর-শরীয়তপুর নৌরুটে ফেরি চলাচল। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে রোববার (১ জানুয়ারি) ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় ফেরিঘাট এলাকায় মাঝারী যানজটে সৃষ্টি হয়। এসময় চাঁদপুর হরিনা ফেরিঘাট এলাকায় প্রায় শতাধিক ট্রাক ও বাস আটকা পড়ে।
চাঁদপুর হরিনা ফেরিঘাটের ম্যানেজার ফয়সাল আলম চৌধুরী বলেন, ভোরে মেঘনা নদীর শরীয়তপুর সীমানায় কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা রোধে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। তবে ধীরে ধীরে আবহাওয়া কিছুটা স্বাভাবিক হলে সকাল ১০টায় পুনরায় ফেরি চলাচল শুরু হয়।
স্টাফ করেসপন্ডেট, ১ জানুয়ারি ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur