কুমিল্লার মুরাদনগর উপজেলার ধামগড় ইউনিয়নের পরমতলা গ্রামে বিষ পানে মা ও মেয়ের আত্নহত্যার ঘটনা ঘটে। নিহত মা পারভীন আক্তার (৩৫) ও মেয়ে মীম আক্তার (১৩) মৃত ইব্রাহিম মিয়ার স্ত্রী ও মেয়ে। শনিবার সকালে এ ঘটনা ঘটে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান তালুকদার বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয়রা জানায়, স্বামীর মৃত্যুর পর দীর্ঘ ৩ বছর ধরে ধার-দেনা করে একমাত্র মেয়েকে সুস্থ্য করে তুলতে চিকিৎসা চালিয়ে যাচ্ছিলো মা পারভীন আক্তার। দীর্ঘদিন চিকিৎসার পরেও মেয়ে মিম আক্তার সুস্থ্য হয়ে না উঠায় শনিবার সকালে প্রথমে মা পারভীন আক্তার বিষপান করে পরে মেয়ে মিম আক্তারকে জোর পূর্বক বিষ খাওয়ায়।
এসময় মেয়ে মিমের চিৎকারে আশপাশের লোকজন এসে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় দুজনই মারা যায়।
কুমিল্লা প্রতিনিধি, ৩১ ডিসেম্বর ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur