কুমিল্লা নগরীর হাউজিং এষ্টেট আবাসিক এলাকায় নির্মাণাধীন ১০ তলা ভবনের আবদুল সালাম নামে নির্মাণাধীন ভবনের একজন প্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে হাউজিং এস্টেট এলাকার ২ নং সেকশনে পিবিআই অফিসের পিছনে ১০ তলা নির্মাণাধীন ভবনে ২য় তলায় নিহতের লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ এসে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
নিহতের ছেলে জাহিদ জানান, বৃহস্পতিবার রাত থেকে তার বাবা নিখোঁজ ছিলেন। নিহত সালাম নির্মাণাধীন ভবনের প্রহরী ছিলেন। নিহত সালামকে ২দিন ধরে খোঁজ করছিলেন নিহতের পরিবার। আজ সকালে ভবনের ২য় তলায় একজন মিস্ত্রী সালামের লাশ দেখে তার পরিবারকে খবর দেয়। জাহিদ জানান বুধবার সন্ধায় নূরপুর ভাড়া বাসায় কিছু বখাটেরা এসে নিহতের ছালামের কাছ থেকে জোরপূর্বক ৩০০০ টাকা নিয়ে যায়। পরে সালাম তার সব কিছু নিয়ে ভাড়া বাসা থেকে নির্মাণাধীন ভবনের নিচতলায় চলে আসেন।
পুলিশ জানায় নিহতের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে, ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত পরিস্কারভাবে কিছু বলা যাচ্ছে না।
কুমিল্লা প্রতিনিধি, ৩১ ডিসেম্বর ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur