কচুয়া উপজেলার ব্যবসায়িক প্রাণ কেন্দ্র সাচার দক্ষিণ বাজারে ক্রেতাদের একের ভিতর সকল উন্নত মালামাল ক্রয়ের সুবিধার্থে তায়েবা প্লাজায় স্বপ্ন সুপার শপের বর্ণাঢ্য উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কচুয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: শাহজাহান শিশির প্রধান অতিথি হিসেবে এ শপিং সুপার সেন্টারের শুভ উদ্বোধন করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কচুয়া পৌর আওয়ামী লীগের সভাপতি মো: আকতার হোসেন সোহেল ভূঁইয়া, তায়েবা প্লাজার স্বত্তাধিকারী আলী আরশাদ ভূঁইয়া, স্বপ্ন সুপার শপের ডিরেক্টর অপারেশন মো: আবু নাসের, অপারেশন হেড আব্দুল্লাহ আল মাহবুব, রিজোওয়ানাল রিয়াজ উদ্দিন, সমাজসেবক নাসির উদ্দিন প্রধান, সাচার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মিন্নত আলী তালুকদার, বিতারা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কবির হোসেন মজুমদার, সাধারণ সম্পাদক সোহাগ খান, পাথৈর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলাউদ্দিন লিটন সহ সাচার বাজার ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে ব্যবসা প্রতিষ্ঠানটির সার্বিক সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, সাচার দক্ষিণ বাজার বায়তুল আমান শাহী জামে মসজিদের ইমাম মাওঃ হাফেজ আতিক উল্লাহ নূরী চাঁদপুরী।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৯ ডিসেম্বর ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur