এখন পৌষ মাস। সারাদেশে কুয়াশার সঙ্গে বয়ে চলেছে শীত। এ অবস্থায় সকালে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হঠাৎ বৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাজধানীতে ভোরের আগে থেকেই মেঘের গর্জন শোনা গেছে। উষ্ণতার চাদর মুড়িয়ে মানুষ যখন ঘুমে ব্যস্ত, তখনি নেমে এলো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি।
কিছু এলাকায় বৃষ্টি চলে প্রায় এক ঘণ্টা। এমন অবস্থায় কিছুটা বেড়েছে ঠাণ্ডার প্রকোপ। রাস্তাঘাটে মানুষের আনাগোনা কম থাকলেও বৃষ্টির কারণে জবুথবু অবস্থা।
এদিকে, হঠাৎ বৃষ্টিতে ফুটপাতের বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। কুয়াশাঘেরা শীতের সকালে নিম্নআয়ের মানুষের কাছে দুঃখ হয়ে নেমে আসে বৃষ্টি। অফিসগামী অনেক মানুষই বৃষ্টিতে পড়েন বিড়ম্বনায়। রাজধানীতে গণপরিবহনও কম চলতে দেখা গেছে বৃষ্টির সময়।
অফিসগামী কাওসার খান জানান, বৃষ্টির পানিতে রাস্তাঘাটের বিভিন্ন স্থানে কাদা হয়ে আছে। অফিসে যেতে ভোগান্তি পোহাতে হচ্ছে কিছুটা।
রিকশাচালক ফরহাদ জানালেন, বৃষ্টিতে শীত বেড়েছে। হালকা বাতাসের কারণে রিকশা চালাতে কিছুটা সমস্যা হচ্ছে।
এর আগে সোমবার (২৬ ডিসেম্বর) বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অফিস। বলা হয়েছিল, আগামী ৭২ ঘণ্টা বা তিন দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে।
আবহাওয়া ডেস্ক. ২৭ ডিসেম্বর ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur