ফরিদগঞ্জ উত্তর কাছিয়াড়া যুব সমাজের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে দিন ব্যাপি ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৬ ডিসেম্বর সোমবার ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে উত্তর কাছিয়াড়া যুব সমাজের উদ্যোগে দিন ব্যাপি ক্রীড়া ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠান সম্পর্ন হয়।
অনুষ্ঠানের মধ্যে ছিলো কোরআন তেলাওয়াত, বিভিন্ন বয়সিদের দৌড় প্রতিযোগিতা, বিস্কেট, দীর্ঘ লাফ, ক্রিকেট ম্যাচ, বল অদল বদল, কলা গাছ, হাঁড়ি ভাঙ্গা খেলাসহ বিবাহিত ও অবিবাহিতের দঁড়ি টানার মধ্যদিয়ে ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়।
মো. ফারুক হোসেন রন এর পরিচালনায় দিন ব্যাপি ক্রীড়া অনুষ্ঠান উদ্ভোদন করেন পৌর সভার সাবেক প্যানেল মেয়র মো. খলিলুর রহমান।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত অতিথি হিসেবে উপপস্থিত ছিলেন, রফিকুল ইসলাম পাটওয়ারী, আব্দুল মতিন, মুরাদ পাটওয়ারী, আবদুর রহীম পাটওয়ারী, নান্নু গাজী , মিন্টু ভূঁইয়া, ফারুক ভূঁইয়া, শরীফ তপদার, জসিম চৌধুরী ও হৃদয় গাজী প্রমুখ।
আয়োজকদের মধ্যে ছিলেন, আরিপ পাটওয়ারী, তারেক পাটওয়ারী, ফরহাদ ভূঁইয়া, কাউছার মিজি, রাজু ভূঁইয়া, আকরাম পাটওয়ারী, মো. হাছান পাটওয়ারী, তানভির হোসেন বাবু, মাহফুজুর রহমান বাবু, সোহাগ তফদার, গোলাম রাব্বি, মো.আনিছ ও আশরাফ উাদ্দন সবুজ। এসময় বিভিন্ন প্রতিযোগীতা শেষে বিজয়িদের হাতে পুরস্কার প্রদান করা হয়।
প্রতিবেদক: শিমুল হাছান, ২৬ ডিসেম্বর ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur