চাঁদপুরের ফরিদগঞ্জে ইয়াবাসহ মহিলা কাউন্সিলরের ভাইকে আটক করেছে ডিবি পুলিশ। এসময় তার কাছ থেকে ২০৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পৌর এলাকার ভাটিয়ালপুর পুরান বাড়ির সামনে থেকে ইয়াবা ব্যবসায়ী শরীফ শেখ বাবুকে হাতে নাতে আটক করেন ডিবি পুলিশের এসআই অনুপ কুমার দে।
ঘটনার বিরনীতে জানাযায়, র্দীঘদিন ধরে ইয়াবা ব্যবসা ও সেবনের সাথে জড়িত রয়েছে পৌরসভার মহিলা কাউন্সিলর সেলিনা আক্তার যুথির বড় ভাই শরীফ শেখ বাবু। গোপন সংবাদ পেয়ে জেলা গোয়েন্দা শাখার এসআই অনুপ কুমার দে ২৩ ডিসেম্বর বৃহস্পতিবার বিকালে তাকে আটক করেন।
এসময় তার কাছ থেকে উদ্ধার কৃত ইয়াবাসহ ডিবি পুলিশ কার্যালয়ে নিয়ে যায়। আসামী শরীফ খান বাবুর বিরোদ্ধে ফরিদগঞ্জ থানায় একটি এজহার দায়ের করেন।
স্থানীয় লোকজন বলেন, কাউন্সিলর সেলিনা আক্তার যুথির বড় ভাই র্দীঘদিন ইয়াবা সেবন ও ব্যবসার সাথে জড়িত রয়েছে। এই চক্রটি ইয়াবা দিয়ে এলাকার যুব সমাজ ধ্বংস করে দিয়েছে। সমাজে যারা জন প্রতিনিধি তাদের লোক যদি ইয়াবা ব্যবসার সাথে জড়িত থাকে, তাহলে সমাজ তখন দিন দিন খারাপের দিকে ধাপিত হবে।
ফরিদগঞ্জ পৌরসভার কাউন্সিলর সেলিনা আক্তার যুথি বলেন, আমার ভাইকে কেউ পাশানোর জন্য এই কাজ করেছে। আমার ভাই এই কাজ করেনা।
এ বিষয়ে চাঁদপুর ডিবি পুলিশের এসআই অনুপ কুমার দে বলেন, গোপন সংবাদের বিত্তিতে সংবাদ পেয়ে আমরা ইয়াবাসহ তাকে আটক করেছি।
স্টাফ করেসপন্ডেট, ২৫ ডিসেম্বর ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur