চাঁদপুরে মুক্তিযুদ্ধের বিজয় মেলায় দর্শনার্থীদের প্রধান আকর্ষণ ভূতের বাড়ি। গত ৫ ডিসেম্বর চাঁদপুর আউটার স্টেডিয়ামে শুরু হয় মহান মুক্তিযুদ্ধের বিজয় মেলা। মেলাকে ঘিরে বিভিন্ন দোকানের পাশাপাশি রয়েছে শিশু থেকে সকল বয়সী মানুষের জন্য বিনোদনের ব্যবস্থা করা হয়েছে।
বিজয় মেলায় নাগরদোলা, চরকা নৌকাসহ বিনোদনের জন্য ভূতের বাড়ির ব্যবস্থা করা হয়।
প্রতিদিন দুপুর তিনটা থেকে রাত দশটা পর্যন্ত চলে এই আয়োজন। বিজয়মেলায় প্রথম এমন আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজক কমিটি।
ভূতের বাড়ি বিনোদনের পরিচালক মো. স্বপন পাটোয়ারী বলেন, ভূতের বাড়িতে প্রবেশ টিকিটের মূল্য ৪০ টাকা। ভূতের বাড়িতে মানুষ দ্বারাই সামান্য ভয়ানক বিনোদনেন ব্যবস্থা রাখা হয়েছে। এখানে বসেই বিনোদন উপভোগ করতে পারবে। যারা এখনো ভূতের বাড়িতে আসেনি, আমি আশা করব তারা এখানে এসে আনন্দ উপভোগ করতে পারবে।
প্রতিবেদক: শলীফুল ইসলাম, ২৪ ডিসেম্বর ২০২২