চাঁদপুরের কচুয়ায় কেআইডিপির ল্যাসিম কর্মসূচি হতে ২৩ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও শিক্ষা সহায়তা,২৩টি পরিবারে কৃষি জমি লীজ,২৯জন পরিবারের মাঝে ক্ষুদ্র ব্যবসার মালামাল,২৮৫ জনের মাঝে সবজি বীজ,১১টি পরিবারের মাঝে গবাদি পশু, ৫৫জন পরিবারের মাঝে কম্বল বিতরণ ও ৩০০টি পরিবারের মাঝে সচেতনতামূলক প্রশিক্ষন প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার কেআইডিপির দোয়াটি কার্যালয়ে কচুয়া সমন্বিত উন্নয়ন প্রকল্পের আয়োজনে এসব সামগ্রী বিতরণ করা হয়।
কেআইডিপির জেলা মাঠ সমন্বয়কারী মো. আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পোভার্টি ইরাডিকেশন প্রোগ্রামের বোর্ড সদস্য দুলাল চন্দ্র সরকার।
এসময় ভারপ্রাপ্ত জেলা মাঠ সমন্বয়কারী মো. ছৈয়দ আহম্মদ,ইউনিয়ন সমন্বয়কারী আব্দুল মতিন,সুমন মিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু, ২২ ডিসেম্বর ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur